নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বেক টেস্ট ব্যাটসম্যান ইজাজ আহমেদকে পাকিস্তান অনূর্ধ-১৯ দলের প্রধান কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ইজাজ আহমেদ ২০০৯ সাল তেকে কোচিং পেশায় জড়িত আছেন এবং এর আগে পাকিস্তান ‘এ’ ও অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সহকারী হিসেবে দায়িত্ব পালন করলেও ২০১০ তিনি অন্থায়ীভাবে একবার পাকিস্তান জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন।
নিয়োগ পাওযার পর আহমেদ বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের ভবিষ্যত তারকাদের দেখাশুনা করার মত গুরুত্বপুর্ন দায়িত্ব পালনে আমার উপর আস্থা রাখায় আমি পিসিবির প্রতি কৃতজ্ঞ। এমন সুযোগ পেয়ে আমি দারুন এক্সাইটেড এবং পাকিস্তান ক্রিকেটে আমার দায়িত্ব পালনে আমি মুখিয়ে আছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।