Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে অভিযান আটক ২ অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার, রাঙামাটি থেকে : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

র‌্যাব ও সেনাবাহিনীর পৃথক অভিযানে রাঙামাটিতে অস্ত্রসহ এক সন্ত্রাসী ও এক চাঁদাবাজ আটক হয়েছে। মঙ্গলবার ভোরে ও সোমবার গভীর রাতে জেলার নানিয়ারচর ও সদর উপজেলায় আলাদা অভিযান চালায় র‌্যাব ও সেনাবাহিনী।
র‌্যাব সেভেন এর কোম্পানি কমান্ডার মেজর শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকায় র‌্যাব সেভেন ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন জেএসএস ও ইউপিডিএফ এর চাঁদা কালেক্টর শংকদীশ কুমার বড়–য়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। আটক শংকদীশ বড়–য়া চট্টগ্রামের হাটহাজারী থানার মৃত কালি কুমার বড়–য়ার সন্তান। এর আগে সোমবার বিকেলে নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল উপজেলার ১৯ মাইল এলাকায় অভিযান চালিয়ে আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ মূল দলের সন্ত্রাসী দিগন্ত চাকমাকে আটক করে।
সে অপর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ গণতান্ত্রিক গ্রæপের আহবায়ক তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকান্ড মামলার এজহারভূক্ত আসামি। আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ