Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেনাপোলে মুদ্রা পাচারকারী আটক

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০২০, ১২:০১ এএম

 যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে ২২ লাখ ৪৬ হাজার ভারতীয় রুপি ও ৩ হাজার ইউএস ডলারসহ মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। রোববার রাতে বিজিবি ৪৯ ব্যাটালিয়ন তাকে আটক করে। আটক মোজাম্মেল ঢাকার ফতুল্লা থানাধীন আব্দুর রহিমের ছেলে।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্ণেল সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস তল্লাশি করে বিজিবির সদস্যরা। এ সময় মোজাম্মেল হোসেন নামে একজনকে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে ভারতীয় ২২ লাখ ৪৬ হাজার রুপি ও ৩ হাজার ইউএস ডলার পাওয়া যায়।
আমড়াখালি বিজিবি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার শাহীন আলম জানান, আটক আসামির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ