মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রূপালি পর্দার অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায় রাজনীতিতে যোগ দিয়েছিলেন বিজেপির সদস্য হয়ে। সম্প্রতি বিজেপির অসামাজিক কর্মকান্ডে ভীষণ ক্ষুব্ধ হয়ে তিনি বিজেপির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন।
তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতিতে দলের প্রতি আস্থা হারাচ্ছেন। কপিল মিশ্রা কিংবা অনুরাগ ঠাকুরদের মতো অসামাজিক ও অমানবিক লোকদের সঙ্গে দলে থাকা সম্ভব নয়। এমন মন্তব্য করে বিজেপি ছাড়লেন অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়।
অভিনেত্রীর কথায়, সিএএস ইস্যুতে দিল্লি জ্বলছে। সাম্প্রদায়িক হিংসা ও বিদ্বেষ ছড়াচ্ছে দেশজুড়ে। তিনি যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভেবেছিলেন মানুষ এবার তার প্রাপ্য সম্মান পাবে। কিন্তু তার বিন্দুমাত্র হচ্ছে না। সম্মানেরই যেন বড় অভাব।
তিনি বলেন, দিল্লিতে যেভাবে হিংসা ছড়াচ্ছে, কাল যে কলকাতায় হবে না, এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। এমনটি হলে কেউ ছাড়া পাবে না, সবাই হিংসার বলি হবে।
কথা প্রসঙ্গে একটি গোপন তথ্য ফাঁস করেছেন সুভদ্রা। জানিয়েছেন, তার মতো অনেকেই বিজেপির উপর ভীতশ্রদ্ধ। তিনি দল ছেড়েছেন। কাল হয়তো অন্য কেউ দল ছাড়বে। সূত্র : দ্য এশিয়ান এজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।