মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লির দাঙ্গাকে মুসলমানদের ‘টার্গেট করে কাঠামোগত সহিংসতা’ হিসেবে উল্লেখ করে অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, এই দাঙ্গার সব দায় দায়িত্ব কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি সরকারের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। এআইএমআইএম-এর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হায়দ্রাবাদে আয়োজিত এক জনসমাবেশে স্থানীয় এমপি আবারো অভিযোগ করেন যে বিজেপি নেতাদের উষ্কানীম‚লক বক্তব্যের কারণে এই দাঙ্গা বেধেছে। তিনি অভিযোগ করে বলেন, পুর্ণ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এই দাঙ্গা বাধানো হয়েছে। ঘৃণার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একে সা¤প্রদায়িক দাঙ্গা বলা যায় না, এটা হলো একটি পরিকল্পিত কর্মস‚চি। ওয়াইসি বলেন, আমরা আশা করেছিলাম আপনি [প্রধানমন্ত্রী] ২০০২ সালের গুজরাটের দাঙ্গা থেকে কিছু শিক্ষা নিয়েছেন এবং এ ধরনের কিছু আর যেন না ঘটে তা নিশ্চিত করবেন। দিল্লি মেট্রো স্টেশনে বিজেপি কর্মীদের স্লোগানের কথা উল্লেখ করে ওয়াইসি বলেন, কারা ‘গুলি মারো দেশকো গাদ্দারো কো’ স্লোগান দিয়েছিলো। প্রধানমন্ত্রী, পরিকল্পিতভাবে এই দাঙ্গা বাধানো হয়েছে। এটা হলো টার্গেট করে পরিচালিত কাঠামোগত সহিংসতা এবং এর দায় দায়িত্ব আপনার। তিনি বলেন, দিল্লি দাঙ্গার দায় এর দোড়গোড়ায় থাকা কেন্দ্রের বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের। জাতীয় রাজধানীতে দাঙ্গা উপদ্রুত এলাকা দেখতে যেতে মোদির প্রতি আহ্বান জানিয়েছে ওয়াইসি জানতে চান প্রধানমন্ত্রী কি তার মাসিক রোডিও অনুষ্ঠান ‘মান কি বাত’-এ মুসলমানদের দুর্দশা সম্পর্কে কথা বলবেন কিনা। তিনি বলেন, শনিবার উত্তর প্রদেশের জনসভায় দিল্লির সহিংসতা নিয়ে মোদি একটি কথাও বলেননি যদিও তিনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগান দিয়েই যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত মুসলমানদের ডাকে সাড়া না দেয়ায় দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করে ওয়াইসি। গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লিতে এই দাঙ্গায় ৪৩ জনের বেশি লোক নিহত ও দুই শতাধিক লোক আহত হয়, যাদের বেশিরভাগ মুসলমান। দাঙ্গাবাজরা বেছে বেছে ম‚লত মুসলমানদের বাড়ি ঘর ও সম্পত্তি ধ্বংস করে। পিটিআই, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।