Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্দিরে লুকিয়ে সপরিবারে প্রাণে বাঁচেন বিলকিস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

দিল্লির সা¤প্রদায়িক হামলার ঘটনায় এখনো আতঙ্কিত মুসলিমরা। অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেলেও কেউ কেউ নতুন আশায় ফিরে আসছেন আক্রান্ত ঘরভিটায়। পঁয়ত্রিশ বছরের পুরোনো ভিটেটা চিনতে পারছেন না বিলকিস বানো। উত্তর-প‚র্ব দিল্লির শিব বিহারের বাসিন্দা ষাট বছরের এই বৃদ্ধা একটানা কেঁদেই চলেছেন। দিল্লির সহিংসতায় পুড়ে ছাই হয়ে গিয়েছে তার বাড়ি। আগুনে রক্ষা পায়নি ঘরের সঙ্গে যুক্ত দোকানটিও। সবকিছু ছাই হয়ে গেছে। আনন্দবাজার পত্রিকা জানায়, গত সপ্তাহের সোমবারের ঘটনা মনে পড়লে শিউরে উঠছেন বিলকিস। উত্তর-প‚র্ব দিল্লির ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে শিব বিহারের পরিস্থিতি সবচেয়ে খারাপ। ঘটনার দিন ঘরেই ছিলেন তিনি। চিৎকার-চেঁচামেচি শুনে শুনে বাইরে উঁকি দিয়ে দেখেন, দম আটকানো কালো ধোঁয়া ঘিরে ফেলেছে বাড়িটাকে। কারা যেন এক তলায় আগুন লাগিয়ে দিয়েছে। বিলকিস বললেন, ‘কোনো রকমে বেরিয়ে আসতেই দুষ্কৃতকারীরা আমাকে ঘিরে ধরল। সে কি উল্লাস ওদের! আশপাশের বাড়িঘর, দোকানপাট সব জ্বলছে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে গিয়েছিলাম। দেখতে পেয়ে কোনো রকমে বার করে আনে আমার বড় ছেলে মোহাম্মদ ইউসুফ।’ সেদিন দুই ছেলে আর পুত্রবধ‚কে নিয়ে কাছের একটি মন্দিরে লুকিয়ে প্রাণে বাঁচেন বিলকিসরা। টাকা, পয়সা, গয়না, নথি কিছুই আনতে পারেননি। ইউসুফ জানালেন, প্রতিবেশী থেকে একটা জামা চেয়ে পরেছেন। আতঙ্ক কাটিয়ে ফিরে এলেও বাড়িটা আর চিনতে পারছেন না বিলকিস। পোড়া বাড়িটার দিকে ঠায় তাকিয়ে বিলকিস শুধু বলে উঠলেন, ‘৩৫ বছরের ভিটা। এক দিনেই পুড়ে ছাই।’ এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ