Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

এলভিস প্রেসলির রেকর্ড ভাঙলেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

তরুণ পপ সেনসেশন জাস্টিন বিবার কিং অফ রক এন’ রোল নামে খ্যাত এলভিস প্রেসলির ছয় দশক আগে সৃষ্ট একটি রেকর্ড ভেঙেছেন। সেই সময় বিলবোর্ড হট ২০০ তালিকায় তার ৭টি অ্যালবাম অন্তর্ভুক্ত হওয়াতে প্রেসলি এই ক্ষেত্রে সর্বকালের সর্বকনিষ্ঠ মিউজিশিয়ানের মর্যাদা লাভ করেন। প্রতিবেদন থেকে জানা গেছে বিবারের তার সর্বশেষ অ্যালবাম ‘চেঞ্জেস’ বিলবোর্ড হট ২০০ তালিকায় স্থান পাওয়াতে তিনি ২৫ বছর বয়সে এই রেকর্ডের অধিকারী হলেন। এর আগে ১৯৬১ সালে প্রেসলি ২৫ বছর বয়সে তার ‘ব্লু হাওয়াই’ অ্যালবাম দিয়ে এই রেকর্ড সৃষ্টি করেছিলেন। বিবারের বয়স তার চেয়ে এক বছর কম হওয়াতে এখন এই রেকর্ডের অধিকারী তিনি। বিবার টুইটের মাধ্যমে তার ভক্ত শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিবার গত ভ্যালেন্টাইন দিবসে ‘চেঞ্জেস’ অ্যালবামটি মুক্তি দেন। তার শেষ অ্যালবাম ‘পারপাজ’ ২০১৫তে প্রকাশিত হয়ে ৩.১ মিলিয়ন কপি বিক্রি হয়েছে। ‘চেঞ্জেস’ অ্যালবামটি এ পর্যন্ত ২৩১,০০০ কপি বিক্রি হয়েছে। বিবারের পাঁচটি স্টুডিও অ্যালবাম এবং দুটি রিমিক্স অ্যালবাম বিলবোর্ড হট ২০০ তালিকায় স্থান পেয়েছে। কানাডায় জন্মগ্রহণকারী বিবার ১৩ বছর বয়স থেকে গান গাইছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাস্টিন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ