Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন অ্যালবাম নিয়ে আসছেন জাস্টিন বিবার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২ জুন, ২০১৯, ১২:০৬ এএম

ইনস্টাগ্রামে একটি রহস্যাবৃত পোস্ট দেখে ভক্তরা অনুমান করতে শুরু করেছে গায়ক জাস্টিন বিবার নতুন অ্যালবাম প্রকাশ করার প্রক্রিয়ায় আছেন। গত সপ্তাহে বিবার তার স্ত্রী হেইলি বল্ডউইনের সঙ্গে তোলা একটি সাদাকালো ছবি পোস্ট করেছেন। তিনি ক্যাপশনে ‘বেবি’ গানটির গায়ক লিখেছেন : “স্টুডিওর আবহে.... সঙ্গে আমার স্টুডিও সঙ্গিনী,” আর তাতেই ভক্তরা ধরে নিয়েছে তিনি নতুন অ্যালবাম রেকর্ড করছেন। আরেকটি ছবিতে তাকে তার স্ত্রীর সঙ্গে কাউচে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে। এড শিরানের সঙ্গে স¤প্রতি ‘আই ডোন্ট কেয়ার’ গানটি রেকর্ড করার পরই এই গুজব রটেছে। এই গানটি রেকর্ড করার পরপরই দিই তরুণ গায়ক একে একে অবোধগম্য পোস্ট দিয়ে ভক্তদের রহস্যের মধ্যে রাখছেন। ‘আই ডোন্ট কেয়ার’ গানটি প্রযোজনা করেছেন ম্যাক্স মার্টিন, শেলব্যাক এবং ফ্রেড। গানটি লিখেছেন বিবার এবং জেসন ‘পু বেয়ার’ বয়ড। শিরান আর বিবার এর আগে ‘লাভ ইউরসেল্ফ’ গানটি দ্বৈত গেয়েছিলেন। বিবার ২০১৫’র ‘পারপাজ’-এর পর আর কোনও অ্যালবাম প্রকাশ করেননি তবে স¤প্রতি তিনি স্টেজ পারফরমেন্স শুরু করেছেন। কোচেলা উৎসবে তিনি এরিয়ানা গ্রান্ডের সঙ্গে তার হিট গান ‘সরি’ গেয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ