Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাস্টিন বিবারকে এড়াবার জন্য ফোন নম্বর বদলেছিলেন সেলেনা গোমেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

জাস্টিন বিবার আর সেলেনা গোমেজের মাঝে ঝড়ো রোমান্সের কথা সারা দুনিয়ার জানা। যখন তারা একত্রে ছিলেন তখন মিডিয়া কম মাতামাতি করেনি। এর পর তাদের ছাড়াছাড়ি হয়ে গেলে তাও ব্যাপক প্রচার পায়।
জানা যায়, এরপরও তরুণ গায়ক বিবার গোমেজের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যান, কিন্তু গায়িকা তাকে এড়াবার জন্য ফোন নম্বর বদলে ফেলেন। এমন করেই শেষ হয়নি, তিনি তার পরিচিত সবাইকে বলে দেন তার ফোন নম্বরটি যেন তারা গায়ককে না দেন।
শুরুতে তাদের সম্পর্ক বেশ ঘনিষ্ঠই ছিল। সম্পর্ক শীতল হতে শুরু করে যখন থেকে বিবার সোফিয়া রিচির সঙ্গে মেলামেশা শুরু করেন। সেসময় গোমেজ তার ভক্তদের বিবারের প্রতি ঘৃণামূলক এক পোস্ট ইনস্টাগ্রামে মন্তব্যসহ শেয়ার দেন, তিনে লিখেছিলেন, ঘৃণা সইতে না পারলে বিবার যেন রিচির সঙ্গে ছবি পোস্ট করা বন্ধ করেন। তার জবাবে বিবার পোস্ট করেন, জেইন মালিকের সঙ্গে মাখামাখির কারণেই তাদের সম্পর্ক নষ্ট হয়েছিল। তাদের সম্পর্ক এতোটাই তিক্ত হয়ে পড়ে যে, গোমেজ শুধু তার ফোন নম্বরই বদলাননি সঙ্গে তাদের অভিন্ন বন্ধুদের ফোন নম্বরটি দিতে নিষেধ করে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাস্টিন বিবারকে এড়াবার জন্য ফোন নম্বর বদলেছিলেন সেলেনা গোমেজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ