Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৫ বছর পর ‘গ্রে’জ অ্যানাটমি’ ছাড়লেন জাস্টিন চেম্বার্স

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ জানুয়ারি, ২০২০, ১২:০২ এএম

টেলিভিশনের সবচেয়ে পুরনো ড্রামা সিরিজের অন্যতম ‘গ্রে’জ অ্যানাটমি’ তাদের অরিজিনাল কাস্টের আরেকজনকে বিদায় দিচ্ছে। ১৫ বছর কাজ করার পর ডা. অ্যালেক্স ক্যারেভের ভূমিকার অভিনেতা জাস্টিন চেম্বার্স মেডিকেল ড্রামাটি ছেড়ে দিচ্ছেন। এবিসি নেটওয়ার্কে জনপ্রিয় সিরিজটির ১৬তম সিজন চলছে। চেম্বার্সকে সর্বশেষ দেখা গেছে ৩৫০তম পর্বে ২০১৯-এর ১৪ নভেম্বর। সম্ভবত েেসই পর্বেই তাকে শেষবার দেখা গেছে। চেম্বার্স বলেন, “যে সিরিজ আমার ক্যারিয়ার আর জীবনকে গত ১৫ বছর সংজ্ঞায়িত করেছে তাকে বিদায় দেয়া কষ্টকর। তবে আমি আমার ক্যারিয়ারকে অন্য মাত্রা দিতে চাই বলে তা করতেই হচ্ছে। পঞ্চাশে পা দেবার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী ও পাঁচ সন্তানের সহযোগিতায় আমি সঠিক সময়টি বেছে নিতে পেরেছি। “আমি ‘গ্রে’জ অ্যানাটমি’ ছাড়ার এই মুহূর্তে শোন্ডা রাইমসসহ এবিসি পরিবারের সব সদস্যকে আর অরিজিনাল কাস্ট এলেন পম্পেও, চান্ড্রা উইলসন এবং জেমস পিকেন্সকে ধন্যবাদ জানাচ্ছি; এদের ছাড়াও সবার সঙ্গে অসাধারণ সময় কেটেছে,” চেম্বার্স বলেন। চেম্বার্সের অভিনয়ে ডা. ক্যারেভ ছিল সিরিজের কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্রের মধ্যে আরও ছিল মেরেডিথ গ্রে (পম্পেও), ক্রিস্টিনা ইয়াং (স্যান্ড্রা ও) ইযি স্টিভেন্স (ক্যাথারিন হাইগল) এবং জর্জ ও’ম্যালি (টি আর রাইট)। এর মধ্যে গত ১৫ বছরে অনেকে সিরিজটি ছেড়েছেন বা পরলোকগমন করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাস্টিন চেম্বার্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ