প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
![img_img-1739975783](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678194283_01-Daily-Inqilab.jpg)
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
জাস্টিন থেরু এই প্রথমবার অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ সম্পর্কে মুখ খুললেন আর তিনি জানিয়েছেন তাদের ছাড়াছাড়ি হয়েছে অত্যন্ত কোমলভাবে আর এতে কোনও ধরণের বিরোধ বা বিবাদ সৃষ্টি হয়নি। নিউ ইয়র্ক টাইমস পত্রিকাকে ৪৭ বছর বয়সী অভিনেতাটি জানান তাদের সম্পর্কের যবনিকা হয়েছে ‘যতটা সম্ভব যাতনাহীনভাবে’। “ভাল খবর হল- আমি খুব সতর্কভাবে আমার শব্দ বেছে নিয়ে বলছি ‘এক ধরণের কোমল বিচ্ছেদ আর এতে কোনও শত্রুতা সৃষ্টি হয়নি’ “আবার বলছি আমাদের দুজনের কেউই নিহত হইনি আর পরস্পরের দিকে কুড়ালও ছুড়ে মারিনি, আপসের মধ্য দিয়েই ঘটনা ঘটেছে। ব্যাপারটি একঘেয়ে, তবে আমরা পরস্পরকে এখনও সমীহ করি আর ছাড়াছাড়ি হয়েছিল যতটা সম্ভব যাতনাহীনভাবে,” থেরু বলেন। মাস কয়েক আগে অ্যানিস্টন (৪৯) প্রথম তাদের ছাড়াছাড়ির কথা জানান। এর আগে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তার বিয়ে হয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।