Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের নামের উচ্চারণ জানেন না জাস্টিন থেরু!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ মে, ২০২১, ১২:০৪ এএম

অভিনেতা জাস্টিন থেরু তার নামের শেষাংশ এতদিন ভুল উচ্চার করে এসেছেন বলে জানিয়েছেন তার চাচা। তিনি জানান তার পারিবারিক নামের অংশটির উচ্চারণ হবে থেরু, থেরো নয়। অভিনেতা এক ক্লিপে উলে­খ করেছেন : “আমার চাচা পল ‘দ্য মসকিটো কোস্ট’ ফিল্মের কাহিনীকার। তার নামের প্রথম অংশই আমার নামের মাঝে আছে, জাস্টিন পল থেরু।” পল ভিডিওর অংশে বলেছেন : “এর দায় পুরো আমার ভাস্তে জাস্টিন থেরুর। কখনও কখনও সে নিজেকে থেরো বলে থাকে। এটি ফরাসী নাম, উচ্চারণ থেরু।” জাস্টিন একসময় বলেছিলেন অভিনয় করা অনেকটা বাস্তবের গুপ্তচরের কাজের মত। তিনি অ্যাকশন দৃশ্যকে নাচের সঙ্গে তুলনা করে থাকেন। “আমি আসলেই এসব পছন্দ করি। নাচ বা অন্য কিছুর সঙ্গে এর তুলনা করা যায়। একটি দৃশ্য সফলভাবে সম্পন্ন করার নয়টি ধাপ আছে। একজনের ঘাড় ভেঙে, অস্ত্র বের করে একজনের মাথায় আঘাত করে গরম পানি ছুড়ে দিতে হয়। আমি এই নাচের মুদ্রা নিখুঁত করার চেষ্টায় থাকি,” জাস্টিন থেরু বলেন। পিটার উইয়ার পরিচালিত ১৯৮৬’র ড্রামা ফিল্ম ‘দ্য মসকিটো কোস্ট’-এ অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড, হেলেন মিরেন প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাস্টিন থেরু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ