Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফির প্রশ্ন ‘আমি কি চোর’?

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচের আগে গতকাল সিলেটে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়ার পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে তার অবসর নিয়ে ছুটে আসছিল একের পর এক প্রশ্ন। পারফরম্যান্স নিয়েও কথা বলেন সাংবাদিকরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি কিছুদিন আগে জানিয়েছেন, এই সিরিজের পর ওয়ানডে দলের নেতৃত্ব নিয়ে নতুন করে ভাববেন তিনি। গত বছর বিশ্বকাপে বল হাতে মাশরাফি ছিলেন ভীষণ বিবর্ণ, সংবাদ সম্মেলনে উঠেছে সেসব কথাও। মাশরাফি নিজের মতো করেই সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ এক মিডিয়াকর্মী বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের আত্মসম্মানবোধ ও লজ্জা প্রসঙ্গ তুলতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাশরাফি। জানান, সমালোচনা মেনে নিতে রাজি আছেন সব সময়ই। কিন্তু ক্রিকেটের সঙ্গে আত্মসম্মানবোধ ও লজ্জার কোনো সম্পর্ক আছে বলে মনে করেন না তিনি। কারণ মাশরাফি মাঠে খেলতে নামেন, ‘চুরি-চামারি’ করতে নামেন না। পারফর্ম করাটা আত্মসম্মানের ব্যাপার- সাংবাদিকের করা একটি প্রশ্নে এটি জুড়ে দিতেই মাশরাফি জবাব দেন কড়া ভাষায়। তিনি বলেন,‘আত্মসম্মান বা লজ্জা.. আমি কি মাঠে চুরি করি? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি মাঠে এসে উইকেট না পেলে লজ্জা লাগবে? আমি কি চোর? উইকেট আমি না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন, সাপোর্টাররা করবে।’

মাশরাফি যোগ করেন,‘আমি কি বাংলাদেশের হয়ে খেলছি নাকি অন্য কোনো দেশের হয়ে খেলছি, যে আমাকে লজ্জা পেতে হবে? আমি পারিনি, আমাকে বাদ দিয়ে দেবে। ব্যাপারটি সিম্পল। কিন্তু লজ্জা-আত্মসম্মানবোধ আমি কার সঙ্গে দেখাতে যাব? আমি তো বাংলাদেশের হয়ে খেলতে নামছি। আমি কি বাংলাদেশের মানুষের বিপক্ষের কেউ? এখন যে কেউ পারফর্ম না করতেই পারে।

সেটা তো তার ডেডিকেশন। যদি তার কোনো ঘটতি থাকে, শৃঙ্খলা না থাকে, সেসব নিয়ে প্রশ্ন হতে পারে।’

মাশরাফি শুধু বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়কই নন, সফলতম বোলারও। অধিনায়কত্ব পাওয়ার পরও বল হাতে ছিলেন দারুণ সফল। তবে সেই পারফরম্যান্সে উজ্জ্বলতা দেখা যায়নি গত বিশ্বকাপে। চোটের সঙ্গে লড়াই করেছেন, বিশ্বকাপ জুড়ে ভুগেছেন হ্যামস্ট্রিং ইনজুরিতে। নিজের সর্বশেষ ৫ ওয়ানডেতে পাননি উইকেট একটিও। মাঠের ক্রিকেট নিয়ে প্রশ্ন এবং সমালোচনাকে স্বাগতই জানাচ্ছেন মাশরাফি। কিন্তু মিডিয়াকর্মীর করা প্রশ্নটির লম্বা উত্তরে আবারো তিনি বুঝিয়ে দিলেন, এখানে আত্মসম্মানকে টেনে আনায় কতটা বিরক্ত ওয়ানডে অধিনায়ক। তার কথায়,‘উইকেট আমি না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন। সমর্থকরা করবেন। কিন্তু লজ্জা পেতে হবে কেন? আমি মানি উইকেট না পেলে সমালোচনা হবেই। কিন্তু কথা যখন আসে লজ্জা বা আত্মসম্মানবোধের, তখন আমার প্রশ্ন থাকে। সমালোচনা করুক, সমস্যা নেই। কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিতে এসেছি?’

মাশরাফি আরো বলেন,‘সবকিছু মিলিয়ে হয়তো আমি পারফর্ম করিনি। জিনিসটা একটু জটিল জায়গায় আছে। কিন্তু এটা নিয়ে ভেবে তো আমি এখান থেকে বের হতে পারব না। আমি গ্যারান্টি দিয়েও বলতে পারব না আমি ৫ উইকেট নিয়ে সব শেষ করে দিলাম। একটা খেলোয়াড়ের জন্য একটা বয়স বা একটা সময় হয়তো আসে, যখন প্রতিদিনই তার জন্য চ্যালেঞ্জিং। আমি হয়তো সেই সময়টায় আছি। কিছুদিন পর হয়তো মুশফিক, রিয়াদ আরো যারা আছে তাদেরও এই সময়টা আসবে। ইয়াং যারা থাকবে তাদের সঙ্গে মেলাতে চাইবে। এটা একটা প্রক্রিয়া।’

নিজের অবসর নিয়ে নড়াইল এক্সপ্রেস বলেন,‘যদি থামতে হয় তো আপনারা জানবেন। থামাথামির বিষয়ে তো অনেকবার প্রশ্ন করেছেন। বারবার প্রশ্ন করার তো কিছু নেই! বোর্ড থেকে যদি কিছু বলে, আপনাদের কিছু যদি জানার থাকে বোর্ডে, সেটা আপনারা বোর্ডকে জানাবেন। বোর্ড তাদের সিদ্ধান্ত জানাবে। আমার সঙ্গে যেটা আলোচনা হবে সেটা পাপন ভাই (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) বা বোর্ড সংশ্লিষ্ট যারা আছেন তাদের সঙ্গে হবে। কিন্তু সেটা আপনাদের কাছে বলার কিছু নাই। আমার যদি কিছু জানানোর থাকে, সে রকম পরিস্থিতি আসলে আমি অবশ্যই জানাবো।’



 

Show all comments
  • sano wor ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫০ পিএম says : 0
    অবশ্যই বিশ্বাস করি মাসরাফি ভোট চোর
    Total Reply(0) Reply
  • Sultana Yeasmin ১ মার্চ, ২০২০, ৭:১০ এএম says : 0
    Now Nobody prays for your successful future. You are just a passerby of a dark alley.
    Total Reply(0) Reply
  • Md Dulal Ahmed ১ মার্চ, ২০২০, ৭:১০ এএম says : 0
    ইয়েস । তুমি একজন চোর । তবে ভোট চোর । ভোট ডাকাত ও বলা যায় । রেসপেক্ট তো সেদিন ই চলে গেছে যেদিন ভোট চোরদের পক্ষ নিয়ে এমপি হয়ছো । যে তোমাকে চোর বলছে সে বুঝে শুনেই বলেছে । মাঠের চোর নয় ভোট চোর ।
    Total Reply(0) Reply
  • দূরন্ত বাচ্চু ১ মার্চ, ২০২০, ৭:১০ এএম says : 0
    আপনি যদি চোর না হোন, তাহলে সানী লিওন মিয়া খলিফারাও ভার্জিন।
    Total Reply(0) Reply
  • Mahfuz Jewel ১ মার্চ, ২০২০, ৭:১১ এএম says : 0
    চোর, রাতের বেলা মানুষের অধিকার চুরি করতে লজ্জা লাগে নাই?
    Total Reply(0) Reply
  • Auritro Rahman ১ মার্চ, ২০২০, ৭:১১ এএম says : 0
    আপনি তো চুরি দিনে করেন না, যা একটু রাতে করেন আরকি। আর সাংবাদিক কি আপনাকে চুরির কথা বলছিলো? আপনি আগ বাড়িয়ে চুরির কথা বললেন কেন? অন্য কথাও ও তো বলতে পারতেন, বলেন নি৷ কারন ওই যে প্রবাদ, চোরের মন পুলিশ পুলিশ।
    Total Reply(0) Reply
  • Farhana Kumkum ১ মার্চ, ২০২০, ৭:১১ এএম says : 0
    না তুমি একজন যোদ্ধা। যোদ্ধাদের সন্মান সবাই দিতে পারেনা
    Total Reply(0) Reply
  • কাজী মুরাদ এইচ.এ ১ মার্চ, ২০২০, ৭:১২ এএম says : 0
    রাজনীতি আর খেলা এক করে ফেলি।যারা বলছেন মাশরাফি ভোট চোর।তবে কেন সেদিন প্রতিবাদ করে মাঠে নামেন নি? কেন একদিনও বিক্ষোপ করে ভোট চোরের বিরুদ্ধ আপনারা যারা ভোট চোর বলে কমেন্টস করছেন তার এই সরকারকে প্রত্যাক্ষান করেন নি? তাহলে আপনিওতো চোর কম না ফেইজবুকে ভোট চোর বলা সহজ, প্রতিবাদ করা সহজ। বাস্তবে কিন্তু আপনি লেপের তলে।মানি লোকের সম্মান আমরা দিতে জানি না। এটা আমাদের রক্তেই নাই।
    Total Reply(0) Reply
  • Sagor Al Shamim ১ মার্চ, ২০২০, ৭:১৩ এএম says : 0
    যতদিন শুধু খেলোয়ার ছিলেন ততদিন আপনি সবার ছিলেন। এখন রাজনীতিবীদ হওয়ায় মোটামুটি অর্ধেকের হয়ে গছেন। আওয়ামীপন্থীদের কাছে আপনার অব
    Total Reply(0) Reply
  • Sagor Al Shamim ১ মার্চ, ২০২০, ৭:১৩ এএম says : 0
    অবস্থান আরো উচ্চতায় আর বিএনপি জামাতের কাছে চোর ডাকাত ইত্যাদি, ইত্যাদি। কিচ্ছু যায় আসে না, এগিয়ে যান আপন মহিমায়।
    Total Reply(0) Reply
  • Habiganj ১ মার্চ, ২০২০, ৯:২২ এএম says : 0
    সত্যি আপনি চোর
    Total Reply(0) Reply
  • Shyamprosad das ১ মার্চ, ২০২০, ১০:৩৮ এএম says : 0
    You are a good cricketer
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ