Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ত্রিপুরায় মন্ত্রীর দেহরক্ষীর কাছ থেকে মাদকদ্রব্য জব্দ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৪ এএম

ভারতের ত্রিপুরা রাজ্যের সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী সান্তনা চাকমার দেহরক্ষী দিলীপ চাকমাকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ। এসব মাদকদ্রব্যের দাম প্রায় দশ লাখ রুপি বলে জানা গেছে। গত বৃহস্পতিবার কাঞ্চনপুরের মহাকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) বিক্রম জিৎ শুক্লদাস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।মন্ত্রীর দেহরক্ষীসহ পুলিশ কনস্টেবল নরোত্তম চাকমা এবং ত্রিপুরা স্টেট রাইফেলসের সঞ্জীব চাকমা- এই তিনজনকে তল্লাশি করে তাদের কাছে হেরোইন ভর্তি ১৪৮টি প্লাস্টিকের কন্টেনার এবং একটি প্যাকেট জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চনপুর বন দফতরের সেন্ট্রাল নার্সারি থেকে দিলীপসহ ওই তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ত্রিপুরা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ