মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে এক সময়ের জনপ্রিয় নায়ক রজনীকান্ত বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ হয়েছে।’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রজনীকান্ত বলেন, ‘অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা। প্রথম থেকেই এই ধরণের সংঘর্ষ শক্ত হাতে দমন করতে হতো। কেন্দ্রীয় গোয়েন্দারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আমি কেন্দ্রের সরকারের ভ‚মিকার তীব্র নিন্দা করছি। গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়বদ্ধতা।’ ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে তার সা¤প্রতিক মন্তব্য সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি বিজেপির মুখপত্র নন। স¤প্রতি এই নায়ক সিএএ-এর পক্ষে সমর্থন দেন। তিনি বলেন, ‘সিএএতে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি।’ এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেন রজনীকান্ত। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে দিল্লিতে ২৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২শ’ জনেরও বেশি লোক। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।