Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লির সহিসংতার পূর্বাভাস দিয়েছিলেন ইমরান খান

দাঙ্গা বন্ধে পদক্ষেপের আহ্বান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পূর্বাভাস দিয়েছিলেন যে, সরকারের হিন্দুত্ববাদের কারনে ভারতে অশান্ত পরিবেশ তৈরি হবে, সহিংসতা ও রক্তপাত বাড়বে। দিল্লির ঘটনায় বিচক্ষণ এই পাক নেতার অনুমানই সত্য বলে প্রমাণিত হল। সিএএ-বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত চার দিন ধরে অগ্নিগর্ভ দিল্লি। সেখানে এখনও পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। মুসলমানদের বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা বন্ধে আন্তর্জাতিক স¤প্রদায়কে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

দিল্লিতে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বান জানানোর কিছু ক্ষণের মধ্যেই টুইটে পরোক্ষে ওই ঘটনা নিয়ে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘সহিংসতার সূত্রপাত হয়েছিল গত বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর।’ টুইটে অবশ্য দিল্লির নামোল্লেখ করেননি। তিনি বলেন, ‘কয়েকশ কোটি লোকের ভারত আজ আমরা নাৎসি অনুপ্রাণিত আরএসএস মতাদর্শের নিয়ন্ত্রণে। যখনই কোনো বর্ণবাদী মতাদর্শের উত্থান ঘটে, তখন তা ব্যাপক রক্তপাতের দিকে নিয়ে যায়।’

পূর্বাভাসের বিষয়ে তিনি টুইটারে লিখেছেন, ‘ভারত-অধিকৃত কাশ্মীরের ঘটনার পরেই আমি গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বলেছিলাম, বোতল থেকে দৈত্যটা বেরিয়ে পড়ল। এ বার রক্তপাত আরও বাড়বে বলে প‚র্বাভাস দিয়েছিলাম। যার স‚ত্রপাত হয়েছিল কাশ্মীরে। ভারতে থাকা ২০ কোটি মুসলিম এখন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এটা রুখতে গোটা বিশ্বকে এ বার এগিয়ে আসতে হবে।’

এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে পাকিস্তানে না ঘটে, টুইটে সেই আহ্বানও জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘আমি সকলকে সতর্ক করে দিতে চাই, পাকিস্তানে যারা বিধর্মী ও তাদের ধর্মস্থানের উপর হামলা করতে উদ্যত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মনে রাখতে হবে, আমাদের দেশে সংখ্যালঘুরা নাগরিকত্বের সমানাধিকারই পান।’

এদিকে, দিল্লির সংঘর্ষের দায় নিয়ে এ দিন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন সোনিয়া গান্ধী। ১৪৪ ধারা, কারফিউ জারি করেও দিল্লিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের ভ‚মিকায়। দিল্লির আইনশৃঙ্খলার ভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের উপর। আর সেই মন্ত্রণালয়ের দায়িত্বে অমিত শাহ। সংঘর্ষ এত বড় আকার নেওয়ার জন্য শাহকেই নিশানা করে সনিয়া এ দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী-সহ গোটা কেন্দ্রীয় সরকারই এর জন্য দায়ী। অমিত শাহের পদত্যাগের দাবি করছে কংগ্রেস।’
দিল্লির সংঘর্ষের জন্য বিজেপিকেই দায়ী করেছেন কংগ্রেস সভানেত্রী। তিনি বলেন, ‘এই সংঘর্ষের পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। দিল্লির ভোটের সময় দেশবাসী সেটা দেখেছে। অনেক বিজেপি নেতা উস্কানিম‚লক মন্তব্য করে ভয় ও হিংসার পরিবেশ তৈরি করেছে। এমনকি, গত রোববারও এক বিজেপি নেতা একই রকম মন্তব্য করেছেন।’ সূত্র : ডন, টিওআই।



 

Show all comments
  • Mohammad Asad Rouf ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৫ এএম says : 0
    তো এদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাঠ গরম করা আবালরা, বন্ধু রাষ্ট্রে সংখ্যালঘু নিধনযজ্ঞ ইস্যুতে নিরব কেন? কথায় কথায় তো তাদের উদাহরণ দাও। এদেশের চেয়ে ঐ দেশ নাকি বসবাসযোগ্য!!
    Total Reply(0) Reply
  • SAji B ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৫ এএম says : 0
    এটা কি সাম্প্রদায়িকতা নয়........সাম্প্রদায়িক চেতনা বাজরা আজ কোথায়??????
    Total Reply(0) Reply
  • Md Mahbub Labib ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৫ এএম says : 0
    মায়ানমার যেভাবে মুসলিম নিধনে মেতে উঠেছিল সেভাবেই আজ ভারত মুসলিম নিধনে মেতে উঠেছে। তাই মুসলমান! সজাগ হও।
    Total Reply(0) Reply
  • Md Raju Khan ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৫ এএম says : 0
    ধৈর্য ধরেন আল্লাহ পাক ওদের ওপর করোনা ভাইরাস নাজিল করবে
    Total Reply(0) Reply
  • Faruk Dhali ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৬ এএম says : 0
    দিল্লির এই সহিংসতার জন্য উগ্রবাদী কুক্ষাত কশাই মোদিই দায়ী, অথছ এই কুক্ষাত কশাই মোদিকেই মুজিববর্ষের অনুষ্ঠানে আনা হচ্ছে। এতেই বুঝেন মুজিব বর্ষের আয়োজকরা মুসলিম দেশের হয়েও মুসলিম প্রেমের চাইতে তাদের মধ্যে কশাই মোদির প্রেমই বেশি দেখা যাচ্ছে।
    Total Reply(0) Reply
  • Mohammad Masud Alam Masud ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৬ এএম says : 0
    আল্লাহ তোমাদের বিচার করবে অপেক্ষা করো, কোরোনার চাইতে অধিক ভয়ংকর কিছু আসবে তোমাদের জন্য, আল্লাহ মহান।
    Total Reply(0) Reply
  • Elias Uddin Ahmed Elo ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৬ এএম says : 0
    হে আল্লাহ তুমি মুসলিমদের হেফাজত কর।
    Total Reply(0) Reply
  • Rahman Jabaidur ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    Allah please protect Muslim brothers and Sisters
    Total Reply(0) Reply
  • সংগ্রামী সৈনিক ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১:১৭ এএম says : 0
    বাংলাদেশের থেকে আজ কোন বীর সালাউদ্দীন এর মত নেতা নেই জিহাদের ডাক দিবে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ