মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজস্থানের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। বুধবার সকালে বুন্দি জেলায় কোটা-দৌসা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন চারজন। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, ১০ জন মহিলা ও তিন শিশু রয়েছে। লেখারি থানার উপ-পরিদর্শক রাজেন্দ্র কুমার জানান, ২৮ জন বিয়ের যাত্রী বহনকারী বাসটি সকালে কোটা থেকে সাওয়াইমাধোপুর দিকে যাচ্ছিল। বাসটি সেতু থেকে ‘মেজ’ নদীতে গিয়ে পড়ে। সেতুতে কোনো রেলিং ছিল না। ঘটনাস্থলে ১৩ জন মারা যান এবং ১৫ জন মারাত্মকভাবে আহত হন। আহতদের লেখারি সরকারি হাসপাতালে নেওয়ার পথে ১১ জন মারা যান। বাকী চারজনকে কোটার একটি সরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। তিনি আরো জানান, আহতদের বেশিরভাগকে গ্রামের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।