মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্বব্যাপী আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের কারণে স্পেনের একটি হোটেল বন্ধ করে দিয়েছে হোটেল কর্তৃপক্ষ। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'বিবিসি'।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনেরিফের ওই হোটেলটির নাম 'এইচ ১০ কোস্টা আজেজে প্যালেস'। ওই হোটেলের অতিথি ইতালিয়ান এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এতে হোটেলে বন্দী হয়ে পড়েছে কয়েকশ অতিথি।
করোনাভাইরাসে আক্রান্ত ওই চিকিৎসক ইতালির লম্বার্ডি অঞ্চলের বাসিন্দা। করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ইতালিতে সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২২৯ জন।
এছাড়াও বিশ্বব্যাপী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ হাজার ৬৫৮ জনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।