Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাপোলির মাঠে মেসিদের পরীক্ষা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

লা লিগায় টানা তিন ম্যাচে জয়ের পর আজ দিবাগত রাতে নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগ খেলতে ইতিমধ্যেই ইতালিতে পৌঁছেছে কাতালান দলটি। সিরিআ ও কোপা ইতালিয়াতে সবশেষ তিন ম্যাচে অপরাজিত নাপোলিও আছে দুর্দান্ত ফর্মে।

বার্সেলোনা কোচ কিকে সেতিয়েনের দল সবশেষ নয় ম্যাচের সাতটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। রিয়াল বেতিসের সাবেক এই কোচের অধীনে রিয়াল মাদ্রিদকে ছাপিয়ে লা লিগার শিরোপা জয়ের দৌড়েও এগিয়ে দলটি। গেটাফের বিপােক্ষ সবশেষ ম্যাচে ৫-০ ব্যবধানে জয়ের ম্যাচে দলের সেরা তারকা লিওনেল মেসিও জানান দিয়েছেন হারানো ফর্ম খুঁজে পাওয়ার। গ্রæপ পর্বের পাঁচ ম্যাচের দুটিতেই অবশ্য জালের দেখা পেয়েছেন এই আর্জেন্টাইন।

অন্যদিকে কার্লোস আনচেলেত্তির জায়গায় জানেরো গাতুসো দায়িত্ব নেয়ার পর প্রথম ছয় ম্যাচের চারটিতেই হেরেছিলেন। এর ফলে পয়েন্ট টেবিলেও অনেক পিছিয়ে পরে ইতালির দলটি। কিন্তু তারপর ঘুরে দাঁড়ায় দলটি। সবশেষ সাত ম্যাচের ছয়টিতেই জয়ের দেখা পেয়েছেন এসি মিলানের সাবেক এই কোচ।

একই দিনে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে প্রিমিয়ার লিগের দল চেলসির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। যদিও এই ম্যাচে ইংলিশ দলটি আন্ডারডগ হিসেবেই মাঠে নামবে। তারপরও অতীতে বায়ার্নকে বুড়ো আঙুল দেখানোর অভিজ্ঞতা আছে দলটির। তাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দুইটোতেই হাড্ডাহাড্ডি লাড়ইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ