নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণের দ্বিতীয় পর্বে এসেই চমক উপহার দিলো নবাগত বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে রুখে দিয়ে সবাইকে চমকে দিলো তারা। বিপিএলের উদ্বোধনী ম্যাচে আরেক নবাগত উত্তর বারিধারা ক্লাবের বিপক্ষে কষ্টার্জিত জয়ে এবারের লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচেই পুলিশের সামনে হোঁচট খেল বসুন্ধরা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পুলিশ-বসুন্ধরা ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। বসুন্ধরার পক্ষে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ ও পুলিশের ফরোয়ার্ড এমএস বাবলু একটি করে গোল করেন। এই ড্র’তে দু’ম্যাচে বসুন্ধরার সংগ্রহ ৪ পয়েন্ট হলেও পুলিশ পেয়েছে ১ পয়েন্ট। বর্তমান রানার্সআপ ঢাকা আবাহনীর বিপক্ষে ২-০ গোলের হার দিয়ে লিগ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে পুলিশ চ্যাম্পিয়নদের রুখে দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করলো।
এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় বসুন্ধরা। প্রথমার্ধের বেশীরভাগ সময় তাদের নিয়ন্ত্রণেই থাকে বল। এই সময়ে পুলিশও পাল্টা আক্রমণে গিয়ে গোলের সুযোগ সৃষ্টি করে। তারপরও বিরতির আগে গোল পায়নি দু’দল। গোলশূণ্য প্রথমার্ধ শেষ হলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে বসুন্ধরা। ম্যাচের ৫৩ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে গোল করে এগিয়ে যায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। এসময় বাঁ দিক থেকে ড্যানিয়েল কলিনন্দ্রেসের বাড়ানো বলে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্ত শট নিলে তা ফেরান পুলিশের গোলরক্ষক সাইফুল ইসলাম খান। তবে তিনি দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে গোল করেন তৌহিদুল আলম সবুজ (১-০)। এগিয়ে যাওয়ার পর বসুন্ধরা আক্রমণের ধার বাড়ালেও দ্বিতীয় গোলের দেখা পায়নি। উল্টো ৭২ মিনিটে গোল হজম করে তারা। এসময় বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা বদলি ফরোয়ার্ড এমএস বাবলুর কোনাকুনি শট ফয়সালের গায়ে লেগে জালে জড়ালে সমতায় ফেরে পুলিশ (১-১)। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত বসুন্ধরার পয়েন্টে ভাগ বসিয়ে মাঠ ছাড়ে নবাগতরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।