বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বৃহস্পতিবার বকেয়া বেতন-ভাতার দাবিতে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাকিফ এ্যাপারেলস ওয়াশিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি নামের এক পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার তেঁতুলঝোড়া এলাকার সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়কে কারখানার প্রায় তিন হাজার শ্রমিক বিক্ষোভ শুরু করেন।
শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও তারা এখনো জানুয়ারি মাসের বেতন পাননি। বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা দিতে অপারগতা প্রকাশ করে নোটিশ টানিয়ে দেয়। পরে নোটিশ দেখে কারাখানার প্রায় তিন হাজার বিক্ষুব্ধ শ্রমিক হেমায়েতপুর-সিঙ্গাইর সড়কে এসে অবস্থান নেন।
শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, বকেয়া এক মাসের বেতনের দাবিতে শ্রমিকরা বাইরে বেরিয়ে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক ছেড়ে দেয়। এসময় সড়কটিতে কিছু সময় যানচলাচলে বিঘ্ন ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।