বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঘুষের প্রায় কোটি টাকাসহ র্যাব-১৫ কর্তৃক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখার এক সার্ভেয়ারকে আটক করেছে র্যাব সদস্যরা। সার্ভেয়ার ওয়াসিমকে শহরের বাহারছরা বাসা থেকে ৬ লাখ নগদ টাকাসহ আটক করে।
একই শাখার সার্ভেয়ার ফেরদৌসের তারাবনিয়ার ছরা বাসা থেকে ২৭ লাখ ঘুষের অর্থ ও সার্ভেয়ার ফরিদের বাহারছরার বাসা থেকে ৬০ লাখ ৮০ হাজার ঘুষের টাকা উদ্ধার করে র্যাব।
বুধবার ১৯ ফেব্রুয়ারী বিকেলে র্যাব-১৫ এর অধিনায়ক মেজর মেহেদী হাসানের নেতৃত্বে পৃথক ৩ টি অভিযানে ওই তিন সার্ভেয়ারের বাসা থেকে ৯৪ লক্ষ ঘুষের টাকা উদ্ধার করেছে।
এ বিষয়ে জব্দ তালিকা তৈরী করে সার্ভেয়ার ওয়াসিমকে কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করে। র্যাব-১৫ এর একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, বাসা থেকে ঘুষের টাকা উদ্ধারের পর সার্ভেয়ার ফেরদৌস ও সার্ভেয়ার ফরিদ পলাতক রয়েছে।
ঘুষের টাকা সহ র্যাব কর্তৃক ধৃত কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখার সার্ভেয়ার ওয়াসিম যে অপরাধ করেছে, তা সার্ভেয়ার ওয়াসিমের ব্যক্তিগত দায় ও অপরাধ বলে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসন তার এ অপরাধের জন্য কোনভাবেই দায় নেবেনা জানান জেলা প্রশাসক কামাল হোসেন।
তবে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলা প্রশাসনের এলএ শাখায় মহেশখালীর কয়লা বিদ্যুত প্রকল্প ও রেলের ভূমি অধীগ্রণে কোটি কোটি টাকার চেক জালিয়াতি ও ঘুষ লেনদেনের কথা চাউর রয়েছে। জেলা প্রশান তা বন্ধ করতে না পারায় এর দায় জেলা প্রশাসন বা জেলা প্রশাসক এড়াতে পারননা বলে অনেকে মনে করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।