Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের পর শিশুকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৩ পিএম

চাপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর বাঁশ বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।
সাত বছর বয়সী রিমা সদর উপজেলার চরবাগডাঙা ইউনিয়নের মানিক হাজির টোলা গ্রামের রুহুল আমিনের মেয়ে।
আইন-শৃঙ্খলা বাহিনীর ধারণা, ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, শিশু রিমা নিখোঁজ হয়েছে এ মর্মে তার চাচা সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে তদন্ত শুরু করে পুলিশ। সকালে স্থানীয়রা এলাকার একটি বাঁশ বাগানে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে হত্যার মূল কারণ জানা যাবে বলে জানান কবির হোসেন।

 



 

Show all comments
  • Mamunur Rashid ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৯ পিএম says : 0
    পরাধীনতার দেশে তো বিচার আশা করা যায় না। আর যেখানে বিচার নেই সেখানে অপরাধ কোন অসাধারণ কিছু নয়।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ