নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ সংস্করণ জয় দিয়ে শুরু করেছিল ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখল মোহামেডান। সোমবার ময়মনসিংহের শহীদ রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে সাইফ স্পোর্টিং ক্লাব ১-০ ব্যবধানে সাদাকালোদের হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। বিজয়ী দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। এই জয়ে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেল সাইফ। আগের ম্যাচে তারা একই ব্যবধানে হারিয়েছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। সমান ম্যাচে এক জয় ও এক হারে মোহামেডানের সংগ্রহ ৩ পয়েন্ট।
নিজেদের হোম ভেন্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাতœক ফুটবল উপহার দেয় সাইফ স্পোর্টিং। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি তারা। মোহামেডানও গোল পেতে মরিয়া ছিল। পাল্টা আক্রমণে গিয়ে তারা বেশ ক’টি সুযোগ সৃষ্টি করেছিল। কিন্তু অভিজ্ঞ স্ট্রাইকারের অভাবে গোল পায়নি সাদাকালোরা। গোলশূণ্য প্রথমার্ধ শেষ হলেও দ্বিতীয়ার্ধের ১১ মিনিটের মধ্যেই এগিয়ে যায় সাইফ। ম্যাচের ৫৬ মিনিটে সতীর্থের ফ্রি-কিকের বল বক্সের ভেতর থেকে হেড করে মোহামেডানের জাল কাঁপান ইয়াসিন আরাফাত (১-০)। পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সাদাকালোরা। সুযোগও পায় তারা। ৬১ মিনিটে মোহামেডানের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে সাইফের ডি-বক্সে ঢুকে শট নিলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার স্ট্যানলি আমাডি সাইফের সীমানায় ঢুকে শরীর ঘুরিয়ে শট নিলেও বল বাইরে চলে যায়। ফলে সমতায় ফেরার আশা শেষ হয়ে যায় মতিঝিলের দলটির। তাই শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়ে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।