Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দলিত হওয়ায় পিটিয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দলিত জাতের হওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর ভুল্লুপুরামে। ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, চলতি সপ্তাহে শক্তিভেল নামে ২৪ বছর বয়সী দলিত শ্রেণির এক ব্যক্তিকে বেধড়ক পেটায় একদল জনতা। পরবর্তীতে ওই ব্যক্তি মারা যান। এই ঘটনার ভিডিও ভারতের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও দেখা যায়, হাত পা বাঁধা অবস্থা মাটিতে পড়ে আছে শক্তিভেল। তাকে ঘিরে আছে জনতা। আর সেখানে তাকে পেটাচ্ছে এক ব্যক্তি। এবং পাশেই পড়ে ছিল এক মোটরসাইকেল। দেশটির পুলিশ জানিয়েছে, চেন্নাই থেকে ১৫০ কিলোমিটার দূরে গত বুধবার ঘটেছে এই ঘটনা। ভিক্টিমের পরিবার জানিয়েছে, একটি প্রাইভেট ফার্মল্যান্ডে মলত্যাগের কারণে তাকে টার্গেট করা হয়। শক্তিভেলের বোন স্থানীয় প্রতিবেদকদের জানায়, তার ভাইয়ের বাইকের তেল ফুরিয়ে আসে এবং পেটের সমস্যা দেখা দেয়। এজন্য রাস্তার কাছে তার ভাই ‹ প্রাকৃতিক কাজ› সারে। শক্তিভেলের বোনের অভিযোগ, দলিত হওয়ায় তার ভাইকে বেধড়ক পেটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলিত

১৮ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ