মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে নিম্নবর্ণের (দলিত) লোকদের ওপর নিপীড়ন বেড়েই চলেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ যুক্তরাষ্ট্রও। তবে তাতেও কোনো কাজ হচ্ছে না। গত শনিবার আবারো বিহারের দ্বারভাঙার এক দলিত নারীকে ডাইনি অপবাদ দিয়ে ব্যাপক মারধর করা হয়েছে। এখানেই শেষ নয়, তাকে মূত্র পান করতেও বাধ্য করা হয়েছে। ওই নারীকে গ্রাম ছাড়তেও বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় থানায় শুক্রবার লিখিত অভিযোগ দায়ের হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ কর্মকর্তা অঞ্জনি কুমার জানান, দ্বারভাঙার পিপরা গ্রামের কয়েকটি বাচ্চা অসুস্থ হয়ে পড়ায়, গ্রামবাসীর কোপানলে পড়েন ওই নারী। গ্রাম্য মোড়লদের অভিযোগ, ওই নারী জাদুবিদ্যা জানেন। তার জাদুর কারণেই বাচ্চারা অসুস্থ হয়ে পড়েছে। এই সন্দেহের বশেই গত বৃহস্পতিবার গ্রামে সালিশ বসানো হয়। সেখানে সবার সামনে নারীটিকে ডাইনি অপবাদ দিয়ে ব্যাপক মারধর করা হয়। এরপর মোড়লা প্রকাশ্যেই ওই দলিত নারীকে তাদের মূত্র পান করতে বাধ্য করেছে। ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।