Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মন্দিরের রাস্তায় বাইক চালানোর অপরাধে দলিত যুবককে মারধর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

ভারতে গ্রামের মন্দির লাগোয়া রাস্তায় বাইক চালানোর অপরাধে ভারতের কর্নাটক রাজ্যে নিগৃহীত হয়েছে এক দলিত যুবক। মাইসুরু জেলার আন্নুর-হোশাহালি গ্রামের এই ঘটনায় আটক করা হয়েছে ১১ জনকে। জানা গেছে, গ্রামেরই এক শিব মন্দির লাগোয়া রাস্তায় এক বন্ধুর বাইকের আরোহী ছিলেন প্রহৃত যুবক মহেশ। ওই সময় গ্রামের সংখ্যাগুরু লিঙ্গায়ত সম্প্রদায় অধ্যুষিত কয়েকজন তাদের রাস্তা আটকায়। দলিত সম্প্রদায়ভুক্ত মহেশ এবং তার বন্ধুকে মারধর শুরু করে। ইন্ডিয়ান এক্সপ্রেসকে প্রহৃত যুবক জানান, ‘শিবমন্দির তৈরির সময় থেকে গ্রামে গণ্ডগোলের সূত্রপাত। লিঙ্গায়ত এবং আদি কর্নাটক সম্প্রদায় যৌথ উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু মন্দির উদ্বোধনের পর থেকেই আমাদের ব্রাত্য করে দেয়া হয়। বলা হয়, দলিতদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। কারণ জিজ্ঞাসা করা হলে শুরু হয় বচসা এবং হাতাহাতি।’ সোমবার সন্ধ্যার দিকে আমি এবং সুরেশ যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম ওরা পথ আটকায়। বলে আমাদের জন্য এই রাস্তা ব্যবহারে নিষেধাজ্ঞা আছে। আমি কারণ জানতে চাইলেই ওরা হামলা করে।’ পুলিশ সূত্রে খবর, গোটা গ্রামের ৩০০টি পরিবার লিঙ্গায়ত সম্প্রদায়ভুক্ত। বাকি ৩৫টি পরিবার আদি কর্নাটক সম্প্রদায়ভুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে আইপিসি এবং দলিত সুরক্ষা আইনের একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দলিত যুবককে মারধর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ