Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋতুস্রাব পরীক্ষার নামে গুজরাটে...

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতের একটি কলেজে একদল ছাত্রীকে অন্তর্বাস খুলে তাদের যে ঋতুস্রাব চলছে না তা প্রমাণে বাধ্য করার অভিযোগ উঠেছে। একটি হিন্দু ট্রাস্ট কর্তৃক পরিচালিত গুজরাটের ওই কলেজের নাম শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউট। এ ঘটনার পর সেখানকার হোস্টেল কর্মকর্তা এবং দুই শিক্ষকের ব্যাপারে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মোট ৬৮ জন ছাত্রীকে বাধ্য করা হয়েছে তাদের যে ঋতুস্রাব চলছে না, তা প্রমাণ করতে। ভারতের অনেক অঞ্চলেই মেয়েদের ঋতুস্রাব নিয়ে নানা কুসংস্কার প্রচলিত রয়েছে। সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের ছাত্রীরা জানিয়েছেন, তাদেরকে দল বেঁধে কলেজের ক্যাম্পাস থেকে টয়লেটে হেঁটে যেতে বাধ্য করা হয়। সেখানে তাদের কাপড় খুলতে বলা হয়। বিবিসি-র সঙ্গে কথা হয়েছে এমন কয়েকজন ছাত্রী জানিয়েছেন, এই বিষয়টি বাইরে প্রকাশ না করতে কলেজের কর্মকর্তারা তাদের নির্দেশ দিয়েছে। এক ছাত্রী জানান, ‘১১ ই ফেব্রুয়ারি পুরো কলেজ ক্যাম্পাসের সামনে এই ঘটনা ঘটেছে। তারা একে একে আমাদের বাথরুমে নিয়ে গেছে। সেখানে পরীক্ষা করে দেখেছে আমাদের ঋতুস্রাব চলছে কিনা। ওরা আমাদের গায়ে স্পর্শ করেনি, কিন্তু মৌখিকভাবে এমন হেনস্থা করেছে যে, আমরা আমাদের কাপড় খুলে ওদের পরীক্ষা করতে দিতে বাধ্য হয়েছি। বিবিসি।



 

Show all comments
  • Mustafizur Rahman Ansari ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:৫৮ এএম says : 0
    Absolutely Right,Because they are ......
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ