Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোয়ালমারীতে কেন্দ্র সচিবকে অব্যাহতি

বোয়ালমারী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০৩ এএম

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শক্রবার বিভিন্ন অনিয়মের কারনে কেন্দ্র সচিব মো. মনির হোসেনকে অব্যহতি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
জানা যায়, চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা চলাকালিন কেন্দ্র সচিবের দায়িত্বে থাকা মো. মনির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মনির হোসেনকে অব্যহতি প্রদান করে সহকারি প্রধান শিক্ষক আতিকুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বলেন, কেন্দ্র সচিব মো. মনির হোসেনের বিরুদ্ধে পরীক্ষায় নানাবিধ অনিয়ম, সুষ্ঠু, স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় তাকে অব্যহতি প্রদান করা হয়। উল্লেখ্য গত ৭ ফেব্রুয়ারি চতুল কেন্দ্র থেকে ৮জন পরীক্ষায় পরিক্ষা দিতে এসে ধরা পড়ে। পরে তাদের ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা ও বহিস্কার করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। কেন্দ্র সচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সচিব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ