পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টি (জাপা) মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের এমপি মুজিবুল হক চুন্নু বলেছেন, বিএনপি তাদের রাজনৈতিক কৌশল ও মতাদর্শ অনুযায়ী রাজনীতি করছে। তাদের রাজনীতি আর আমাদের রাজনীতি এক নয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে, দুপুরে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলের ৭ এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। সেসময় জাতীয় পার্টির এমপিদেরও জাতীয় সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান তারা।
বিএনপির ভাইস-চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, আমাদের ৭ এমপি জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেছেন। এখানে আমি জাতীয় পার্টির এমপিদের বলবো- আপনারাও পদত্যাগ করুন এবং সাধারণ মানুষের কাতারে যোগ দিন।
এর পরিপ্রেক্ষিতে মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপির এমপিরা তাদের রাজনৈতিক কৌশল অনুযায়ী সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং আমাদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তবে তাদের এ আহ্বানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা আমাদের নিজস্ব রাজনীতি ও মতাদর্শ মেনে রাজনৈতিক কৌশল ঠিক করি এবং সে মতো চলি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।