Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দের সাথে বিএনপি মহাসচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৭:৫০ পিএম

জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই নায়কতন্ত্র সরকারের পতন ঘটাতে হবে। আমাদের জোট রাজনীতি বিলীন হয়ে যায়নি, বরং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ও জোটও আরো সুদৃঢ় হবে। চলমান আন্দোলনকে আরো বেগবান করতে সমমনা জোটসহ সকল রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশপ্রেমিক সকল দলকে আন্দোলনে শরিক হবার আহবান জানান বিএনপি মহাসচিব।

এসময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নেতৃত্ব আরো উপস্থিত ছিলেন এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, ডিএল'র সাইফুদ্দিন আহমেদ মনি, মো. আকবর হোসেন, পিপলস লীগের অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এটিএম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ এবং মাইনরিটি পার্টি চেয়ারম্যান সুকৃতি মন্ডল।###

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মহাসচিবের বৈঠক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ