Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

রাস্তার চারপাশের দেয়াল, বিদ্যুতের খুঁটি, ভাসমান দোকান, এমনকি সিটি করপোরেশনের ময়লার বিনের ওপর অজস্র পোস্টার সাঁটানো। দেয়ালের এক প্রান্তে লেখা- ‹এখানে পোস্টার লাগাবেন না›। রাস্তার দু›পাশে বড় বড় বিলবোর্ড মাথা উঁচু করে দাঁড়িয়ে বিভিন্ন প্রোডাক্টের গুণগত মান জাহির করছে। কিন্তু চারপাশের শ্রীহীনতা আমাদের সৌন্দর্যপ্রিয় মনকে আর সুন্দরের ছোঁয়া দিচ্ছে না। স্থান বিবেচনা না করেই বিভিন্ন রাজনৈতিক দল, কোচিং সেন্টার, বাড়ির মালিক, ওষুধ কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান তাদের প্রচার ও প্রসারে পোস্টার-বিলবোর্ড লাগাচ্ছে। স¤প্রতি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নগর পরিস্কার রাখার উদ্দেশ্যে ৫২টি স্থান পোস্টার লাগানোর জন্য নির্ধারণ করেছে। এ জন্য ২০টি স্থানে এই নির্দেশনা বোর্ড লাগানো হয়েছে। দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন ২০১২-এর ওপর ভিত্তি করে, নির্ধারিত স্থানের বাইরে পোস্টার লাগানোর দায়ে নগরের বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সংশ্নিষ্টরা মনে করছেন, জনগণের সচেতনতা ও প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে এ সমস্যার সমাধান করতে। 

মেহরাব হোসেন
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন