Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবৈধ বিলবোর্ড ও ব্যানার অপসারণে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মোহাম্মদ আবদুর রাজ্জাক-এর নেতৃত্বে প্রধান সম্পত্তি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের উপস্থিতিতে অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এম নুরুজ্জামান শরীফ গতকাল রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাস্তার দু’পাশের অবৈধ সাইনবোর্ড ও বিলবোর্ড এবং ফুটপাতের বেশকিছু অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। গুলশান এভিনিউসহ গুলশান-২ এ অবস্থিত ছোটবড় ৩০টি সাইনবোর্ড অপসারণের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে ২টি হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ইলেক্ট্রনিক মিডিয়ার উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে সিটি কর্পোরেশনের লাইসেন্স সুপারভাইজার, সার্ভেয়ার, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সুপারভাইজার ও ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অবৈধ বিলবোর্ড ও ব্যানার অপসারণে ডিএনসিসি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ