মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আপনি কি জানেন বিজেপি ধীরে ধীরে জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হচ্ছে। আর আপনার টাকার চেয়ে মসজিদ থেকে ভেসে আসা ‘আজানের ধ্বনি’র জোর বেশি।’
গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় এক দলীয় কর্মী সভায় তিনি ওইসব কথা বলেন। তিনি মোদিকে তৈরি থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘বিজেপির আর কোনো রাজ্য আছে? তারা আস্তে আস্তে রাজ্যহীন হয়ে যাচ্ছে। একটা উত্তরপ্রদেশ আর একটা কর্নাটক ছাড়া সব জায়গায় ভরাডুবি। বিজেপির ‘শেষ কলসি’ আগামী বছর বাংলাতেই ডুববে।’
মমতা বলেন, টাকা দিয়ে সব হয় না। আপনাদের টাকার থেকে ‘আজানের ধ্বনি’র জোর বেশি। আমার মা-বোনদের শঙ্খ-উলুধ্বনির জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার আদিবাসী ভাইবোনেদের ধামসা-মাদলের জোর অনেক বড়। আপনাদের টাকার থেকে আমার বাউলের গানের জোর অনেক বড়।
মমতার কথায়, হিন্দু-মুসলিম-শিখ-ঈশায়ী সবাই ভাই ভাই এটিই আমাদের মন্ত্র। সবাই আমরা একই পরিবারের নাগরিক। আমরা সবাই এ দেশের সন্তান এটি মাথায় রাখতে হবে। আজকে আমরা খুব খুশি।
মমতা আরো বলেন, ওরা শিক্ষার্থী ও মা-বোনেদের ওপর অত্যাচার করছে। শ্রমিকদের সব কারখানা বন্ধ। রেল বেচে দিচ্ছে। বিএসএনএল বেচে দিচ্ছে। এয়ার ইন্ডিয়া বেচে দিচ্ছে। পুরো দেশটাকেই বেচে দিচ্ছে! সূত্র : ডেকান হেরাল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।