Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ কাপুরুষোচিত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

ভারতের দিল্লির জামিয়া মিল্লিয়ায় আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের আক্রমণ ও নির্যাতনের তীব্র জানিয়েছেন জামায়াতে ইসলামি হিন্দের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক। তিনি এক বিবৃতিতে জানান, দিল্লি পুলিশ কাপুরুষের মত নিরীহ ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ করেছে। যা খুবই লজ্জাজনক। মাওলানা আব্দুর রফিক আরো বলেন, কেন্দ্রের বিজেপি সরকার পুলিশকে লেলিয়ে দিয়ে চলমান সিএএ, এনআরসি, এনপিআর বিরোধী আন্দোলনকে স্তব্ধ করতে চাচ্ছে। কিন্তু সরকারের মনে রাখা উচিত গণতান্ত্রিক ছাত্র আন্দোলনকে স্বৈরতান্ত্রিকভাবে দমন করার চেষ্টা করলে ভারতে অস্থিরতার পরিবেশ তৈরি করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই চলমান আন্দোলনের মাধ্যমে ছাত্রসমাজ তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে ইনশাআল্লাহ্। আব্দুর রফিক ছাত্র-ছাত্রীদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, দেশের সমস্ত ছাত্র সমাজ এই সংঘটিত অপরাধের বিরুদ্ধে গর্জে উঠুন। পুবের কলম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ