Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিয়া মিল্লিয়া ইসলামিয়া অষ্টম

ভারতের ৩,৭৭০টি প্রতিষ্ঠানের মধ্যে আবারও আলোচনায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২০, ১২:০১ এএম

ভারতের দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় আলোচনার তুঙ্গে ওঠে আসে গত বছর সিএএ-এনআরসি আন্দোলনকে কেন্দ্র করে। তখন ছাত্র-ছাত্রীদের মারধরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে পুরো ভারতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সে সময় সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনকে দমন করতে বিশ্ববিদ্যালয়ে চড়াও হয়েছিল দিল্লি পুলিশ। গোষ্ঠী সংঘর্ষের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জামিয়ার শত শত শিক্ষার্থীকে। সেই জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় আবারও আলোচনায়। এবার ভিন্ন কারণে। আর তা হচ্ছে ভারতের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে অষ্টম স্থানে ওঠে এসেছে এই বিশ্ববিদ্যালয়। যা নিয়ে হৈ চৈ পড়ে গেলো ভারত জুড়ে। ভারতের উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি ক্রমতালিকায় প্রথম সারিতে জায়গা করে নিল এই বিশ্ববিদ্যালয়টি। ২০১৬ সালে চালু হওয়া ক্রম তালিকায় এই প্রথম বার প্রথম দশে জামিয়া মিল্লিয়া ইসলামিয়া স্থান পেয়েছে। ভারতের ৩,৭৭০টি প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে জমা দেওয়া ৫,৮০৫টি আবেদনের ভিত্তিতে সার্বিক ভাবে প্রথম স্থান ধরে রেখেছে আইআইটি-মাদ্রাজ। ম্যানেজমেন্টে প্রথম তিনে তিন ‘পুরনো’ আইআইএম- আমদাবাদ, বেঙ্গালুরু ও কলকাতা। ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম তিনে আইআইটি মাদ্রাজ, দিল্লি ও বম্বে। মেডিক্যালে প্রথম তিন এমস, চন্ডীগড়ের পিজিআইএমইআর এবং ভেল্লোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজ। কলেজে দিল্লির জয়-জয়কার। প্রথম চারে মিরান্ডা হাউস, লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন, হিন্দু কলেজ এবং সেন্ট স্টিফেন্স। আইনে শীর্ষে কর্নাটকের ন্যাশনাল ল স্কুল। স্থাপত্যবিদ্যায় প্রথম দু’য়ে দুই আইআইটি— খড়্গপুর ও রুরকি। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ