Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এএপি আইনপ্রণেতা নরেশের গাড়িতে গুলি, কর্মী নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

দিল্লির বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মন্দিরে প‚জা দিতে গিয়েছিলেন আম আদমি পার্টির (এএপি) আইনপ্রণেতা নরেশ যাদব। ফেরার পথে তার গাড়ি বহর লক্ষ্য করে চালানো হয় গুলি। এতে এক দলীয় কর্মী নিহত ও অপর এক জন আহত হয়। মঙ্গলবার রাতের এই ঘটনায় অক্ষত রয়েছেন মেহরাউলি থেকে নির্বাচিত ওই আইনপ্রণেতা। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার ঘোষণা করা হয় ফলাফল। এতে টানা তৃতীয়বারের মতো ক্ষমতাসীন হয়েছে এএপি। এই নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয় পেয়েছে দলটি। বিজেপি পেয়েছে মাত্র আটটি আসন। মেহরাউলি আসনে বিজেপির কুসুম খাত্রিকে ১৮ হাজারেরও বেশি ভোট ব্যবধানে হারিয়ে জয় পান এএপির নরেশ যাদব। এএপির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এক বার্তায় বলা হয়েছে, মন্দির থেকে ফেরার পথে এএপির এমএলএ নরেশ যাদব ও তার সঙ্গে থাকা স্বেচ্ছাসেবকদের ওপর গুলি চালানো হয়েছে। এতে অন্তত এক স্বেচ্ছাসেবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। অপর একজন আহত হয়েছে’। এএনআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ