Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের মূল্যস্ফীতি জানুয়ারিতে ৬ বছরের মধ্যে সর্বোচ্চ

রয়টার্সের জরিপ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

জানুয়ারিতে ভারতীয় মুদ্রাস্ফীতি সম্ভবত ছয় বছরের শীর্ষে পৌঁছেছে, যা আসন্ন মাসগুলোতে কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার ধরে রাখতে বাধ্য করতে পারে। রয়টার্সের এক জরিপে স্বল্প সংখ্যাগরিষ্ঠ অর্থনীতিবিদদের মতে, খাদ্যমূল্য বেশি থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

৪০ জনেরও বেশি অর্থনীতিবিদের ৫ থেকে ৭ ফেব্রুয়ারির সমীক্ষায় দেখা গেছে যে, ভারতের বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি জানুয়ারিতে বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশে যা ডিসেম্বরে ছিল ৭ দশমকি ৩৫ শতাংশ। এটি ২০১৪ সালের মে’র পরে সর্বোচ্চ।

অর্থনীতিবিদদের প্রায় অর্ধশত পূর্বাভাসিত দামের চাপ জানুয়ারিতে কমবে বলে প্রত্যাশা করা হয়। তবে কেউই এটা প্রত্যাশা করেননি যে, এটি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরবিআইয়ের মাঝারি-মেয়াদী লক্ষ্যমাত্রা ২ শতাংশ থেকে ৬ শতাংশের মধ্যে নেমে আসবে। আসন্ন মাসগুলোতে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য হারে হ্রাস হওয়ার সম্ভাবনা নেই।

প্রবৃদ্ধির ধীরগতি সত্তে¡ও আরবিআই বৃহস্পতিবার তার রেপো হার অপরিবর্তিত রেখে ৫ দশমিক ১৫ শতাংশ রেখেছে এবং মুদ্রাস্ফীতি অনুমানকে সংশোধন করেছে। আসন্ন অর্থবছরের প্রথমার্ধে এটি ৫ শতাংশ থেকে ৫ দশমিক ৪ শতাংশের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।

ক্যাপিটাল ইকোনমিক্সের এশিয়া অর্থনীতিবিদ ড্যারেন আও বলেছিলেন, ‘অবিচ্ছিন্নভাবে খাদ্য মুদ্রাস্ফীতি বৃদ্ধির কারণে ব্যাপকভাবে জানুয়ারিতে শীর্ষ ভোক্তা মূল্যের মূল্যস্ফীতি বেড়ে থাকতে পারে’। ‘বাজারের সাপ্তাহিক তথ্য জানান দিচ্ছে যে, উদ্ভিজ মুদ্রাস্ফীতি শীর্ষে উঠেছে, তা এখনও খুব বেশি এবং সরবরাহে বাধাও দুধ উৎপাদনকারীদের বাধ্য করেছে দাম বাড়াতে’।

যাইহোক, সা¤প্রতিক তথ্য বলেছে যে, সর্বশেষ মূল্যস্ফীতি বৃদ্ধির চালক পেঁয়াজসহ কিছু সবজির দাম হ্রাস পেয়েছে। যদিও গত মাসে চীনে করোনভাইরাস প্রাদুর্ভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দেয়ার পর ভারতের বৃহত্তম আমদানি পণ্য তেলের দাম ১০ শতাংশ ছাড়িয়ে গেছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ