Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিল্লা বিয়েতে রাজি না হওয়ায় হামলা ভাঙচুর ও লুটপাট

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

পার্বতীপুরে হিল্লা বিয়েতে রাজী না হওয়ায় স্বামী ও পরিবারের লোকজনের ওপর হামলা, দোকান ভাঙচুর ও লুঠপাট এবং গুরুতর আহতের ঘটনা ঘটেছে।
জানা যায়, গত রবিবার রাত সাড়ে ৮টার সময় উপজেলার মন্মথপুর ইউনিয়নের কালীরডাঙ্গা মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনায় স্বামীর ভাই মিজানুর রহমান (৪৮), মোস্তাকিম (৪৫), আরমিনা (২৮) আহত হয়। আহত মিজানুর রহমানকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ও মোস্তাকিমকে সৈয়দপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং আরমিনাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। স্বামী মোয়াজ্জেম হোসেন পিতা-আকরাম হোসেন, তাজনগর সাতবাড়ী বাদী হয়ে গত ২৫-০১-২০২০ইং তারিখে হিল্লা বিয়ে এবং ভয়ভীতির জীবন নাশের হুমকি এবং ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে দিনাজপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটেী আদালতে গত ২৮/০১/২০২০ তারিখে ৯ জনকে আসামি করে মামলা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিধান জানান, মারপিঠ, লুটপাট, ভাঙচুর, আহতর ঘটনাটি সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ