প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাস করছেন। তবে মাঝেমধ্যে দেশে আসেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তাকে দেখা যায়। রোজিনা এখন দেশে। এবার তিনি একটি মসজিদ নির্মাণ করতে যাচ্ছেন। নিজ গ্রাম রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় মায়ের নামে মসজিদ নির্মাণ করছেন। মসজিদটির নাম দেয়া হয়েছে খাদিজা জামে মসজিদ। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন মসজিদের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। রোজিনা বলেন, আমার ছোটবেলা কেটেছে গোয়ালন্দে। এখানে আমার অনেক সুখের স্মৃতি রয়েছে। মায়ের কড়া শাসনে কেটেছে ছোটবেলা। বাবা একটু নরম স্বভাবের ছিলেন বলে দুষ্টুমি করলেও ছাড় পেয়ে যেতাম। তবে মায়ের শাসন যে কতটা মিষ্টি, তা এখন অনুভব করতে পারি। যত দূরেই থাকি, স্মৃতিগুলো সব সময় মনে পড়ে। ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন একটা আসা হয় না। নিজের ভালোলাগা থেকেই বাড়ির সামনে মায়ের নামে একটি মসজিদ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে। সবার সহযোগিতা পেলে আমি গোয়ালন্দে চক্ষু হাসপাতাল করতে চাই। প্রায় ৭ শতাংশ জায়গার ওপর একতলা মসজিদটি হবে। এটি নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকার বেশি। উল্লেখ্য, রোজিনা চলচ্চিত্রে আসার আগে মঞ্চনাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেন। ১৯৭৬ সালে জানোয়ার চলচ্চিত্রে পার্শ্ব অভিনেত্রী হিসেবে অভিনয় করেন। এফ কবীর পরিচালিত রাজমহল সিনেমায় একক নায়িকা হিসেবে কাজ শুরু করেন। তারপর অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেন। ১৯৮০ সালে কসাই সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রোজিনা। ১৯৮৮ সালে জীবন ধারা সিনেমার জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরস্কারও পেয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।