মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের রাজধানী অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শনিবার ভোটের সকালে বিয়ের পোশাকে এক ব্যক্তি ও তার পরিবারকে প‚র্ব দিল্লির একটি ভোটকেন্দ্রের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। হাতে ভোটার কার্ড আর মাথায় পাগড়ি দিয়ে পরিবারটির পুরুষরা ছবি তুলছেন। তাদের ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন নারীরা। ভারতীয় টেলিভিশন এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে। নির্বাচন যে শুধুই নির্বাচন নয়, এটা যে একটা উৎসবও বটে, তাই প্রমাণ হলো শনিবার সকালে। কেননা নতুন জীবনের শুরুতে সপরিবারে ভোট উৎসবে সামিল হয়েছেন বরও। এছাড়া ভোট দিয়েছেন অভিভক্ত ভারতে জন্ম নেয়া ১১১ বছরের বৃদ্ধা কালিতারা মন্ডল। দিল্লির এবারের বিধানসভা নির্বাচনে তিনি সবচেয়ে প্রবীণ ভোটার। অবিভক্ত ভারতে ১৯০৮ সালে তার জন্ম। সাক্ষী থেকেছেন দেশভাগের, একের পর এক ঝড় বয়ে যেতে দেখেছেন দেশের মাটিতে। দেশভাগের কারণে স্বপরিবারে উদ্বাস্তু হয়েছেন দুইবার। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।