বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কলাপাড়ায় বসত বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। কুপিয়ে তচনচ করা হয়েছে ঘরবাড়িসহ আসবাবপত্র। কেটে ফেলা হয়েছে ফলোজ ও রোপনকৃত বৃক্ষ। সন্ত্রাসীদের বাধা দেয়ায় ওই বাড়ির গৃহবধূ ফাতেমা বেগমকে লাঞ্চিত করা হয় বলেও অভিযোগ ভুক্তভোগি পরিবারের। শুক্রবার শেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম নিশান বাড়িয়ায় যুবলীগ নেতা ছিদ্দিক শিকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
গৃহবধু ফাতেমা জানান, মুখোশধারী সন্ত্রাসীরা ৬/৭ টি মোটরসাইকেলে যোগে বাড়ির ভিতরে প্রবেশ করে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা। এর পর বাড়ি ঘর কুপিয়ে নগদ টাকা ও গৃহবধুর ব্যবহৃত সর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।
কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এঘটনায় কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।