Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে ২ বছর কারাভোগ ৫ বাংলাদেশি হস্তান্তর

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

ভারতে ২ বছর কারাভোগের পর ৫ বাংলাদেশী কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বুধবার রাতে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ । ভারতীয় বিএসএফ সদস্যরা বিজিবির কাছে তাদের হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে । তাদের বাড়ি  নড়াইল জেলায়।

বেনাপোল চেকপোস্টে বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার শহীদ জানান, ভালো চাকরির আশায় ২ বছর আগে বাংলাদেশী ৫ কিশোর দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে যায় গত আড়াই বছর আগে। পরে কোলাকাতা পুলিশ তাদের শহর থেকে আটক করে আদালতে সোপর্দ করলে আদালত তাদের ২ বছর সাজা প্রদান করেন। সাজার মেয়াদ শেষে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের মাধ্যমে তাদের দেশে ফেরত আনা হয়। ফেরত আসা  কিশোরদের রাত ৮ টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বিজিবি ৫ বাংলাদেশী কিশোরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ  করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারাভোগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ