Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারাভোগ শেষে ১৪ বাংলাদেশিকে বেনাপোলে হস্তান্তর

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০১৯, ৩:০৫ পিএম

ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদোশি যুবককে ট্রাভেল পারিমিটের মাধ্যমে বেনাপোলে হস্তান্তর করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ সদস্যরা তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। পরে পোর্টথানা পুলিশ তাদের গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেয়ার জন্য। 
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার লাজ উদ্দিন কাজির ছেলে সেলিম কাজি, ফরিদপুর সদর উপজেলার ইউসুফ শেখের ছেলে লিটন, একই উপজেলার বাহার উদ্দিন হকের ছেলে ফজলুর হক, ইছাহক শেখের ছেলে রসিদ হোসেন, মমতাজ শেখের ছেলে রনি শেখ, ফরিদপুর জেলার ভাষনচর গ্রামের ইউসুফ বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস, শরীয়তপুর নুরিয়া উপজেলার রশিদ কাজির ছেলে ইব্রাহিম কাজি, নারায়ণগঞ্জের আনোয়ার হোসেনের ছেলে রবিন হোসেন, একই উপজেলার শাখাওয়াত হালদারের ছেলে বাসার, লাকসামপুর মাজদার উপজেলার হারুনের ছেলে দেলোয়ার হোসেন, একই উপজেলার হারুনের ছেলে আনোয়ার হোসেন,  মাদারীপুর জেলার করিমগঞ্জ উপজেলার বাবুল সর্দারের ছেলে শরিফুল ইসলাম,  নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কাশিউল্লার ছেলে সবুজ, একই উপজেলার হানিফের ছেলে আব্দুল রশিদ।
ইমিগ্রেশন পুলিশের ওসি আবুল বাশার জানান, তারা দুই থেকে আড়াই বছর আগে অভাবের কারণে ভালো কাজের আশায় দালালের মাধ্যমে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার পর সেখানকার পুলিশের হাতে আটক হয়। পরে ভারতের তামিলনাড়ুর সেন্ট্রাল কারাগারে থাকার পর রোববার তারা ট্রাভেল পারমিটে বাংলাদেশে ফেরত আসেন। 
বেনাপোল পোর্টথানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) সরজিৎ জানান, ফেরতদের আইনি প্রক্রিয়া শেষে পরিবার অথবা কোনো এনজিও সংস্থার হাতে তুলে দেয়া হবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ