রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভারতের জেলে ১৪ বছর কারাদন্ড ভোগ শেষে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শীর্ষ ৩ সন্ত্রাসীকে বাংলাদেশে প্রেরণ করেছে বিজিবি। গত বুধবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার পুটখালী সীমান্ত দিয়ে ৩ সন্ত্রাসীকে ফেরত দেয় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে তারা ওইদিন রাতে দৌলতপুর উপজেলার সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের নিজ বাড়ি পৌঁছায়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জামালপুর গ্রামের শীর্ষ ৩ সন্ত্রাসী নান্দু ডাকাতের দুই ছেলে ফয়সাল (৪৫) ও ফামিদ (৪০) এবং ইয়াজিতের ছেলে আনারুল (৩৮) কে গ্রেফতারে ১৪ বছর আগে তৎকালীন সীমান্তরক্ষী বিডিআর অভিযান চালালে তারা পালিয়ে সীমান্তের ওপার ভারত ভূ-খন্ডে আশ্রয় নেয়। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটক করে জেলা হাজতে পাঠায়। সন্ত্রাসী কর্মকান্ড, সীমান্ত অপরাধ ও সীমান্ত আইন লংঘনের অভিযোগের মামলায় তাদের ১৪ বছর কারাদন্ড দেয় ভারতের কৃষ্ণনগর আদালত। ভারতের পশ্চিমবঙ্গের দমদম কারাগার থেকে কারাভোগের পর তারা গত বুধবার বাংলাদেশে নিজ বাড়িতে ফিরলে সীমান্ত এলাকাবাসীর মাঝে আবার নতুন করে আতংক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ভারতের কারাগার ফেরত দৌলতপুর সীমান্তের শীর্ষ ৩ সন্ত্রাসীর বিরুদ্ধে দৌলতপুর থানাতেও সে সময় একাধিক মামলা ছিল।
এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি আমার নলেজে এসেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।