Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০২ এএম

প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২৩। আমার-দু’চোখের নীচে এবং নাকের পাশে হালকা কালো রং ধারণ করেছে এবং দিন দিন গাড় হচ্ছে। এতে আমার মুখশ্রী নষ্ট হবার পথে,
-লুবনা। চট্টগ্রাম ভার্সিটি, চট্টগ্রাম।
উত্তর : আপনার সমস্যাটি চশমা ব্যবহারের জন্য হতে পারে বা-হরমোনজনিত সমস্যার কারণে হতে পারে। তাই দেরী না করে একজন অভিজ্ঞ ত্বক ও বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জনের পরামর্শ নেবেন। তিনি বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসা বা লেজার সার্জারির মাধ্যমে আপনার সমস্যাটি নিরাময় করতে সক্ষম।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৪৪। বিয়ের প্রথম সময়ে আমি শরীরিকভাবে বেশ সক্ষম ছিলাম। আমার একটি সন্তানও আছে। কিন্তু বর্তমানে সহবাসে আমার দ্রুত বীর্য স্খলন হয়ে যায়। আমি সুস্থ হতে চাই।
উত্তর : আপনার সমস্যাটি পুরুষত্বহীনতার লক্ষণ। বর্তমানে আধুনিক চিকিৎসার মাধ্যমে সমস্যাটি হতে আরোগ্য লাভ সম্ভব। তাই একজন অভিজ্ঞ যৌন রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ৩০। গত কয়েক মাস যাবৎ আমার মাথার চুল পড়ে গিয়ে গোলাকার ২/৩ টি টাকের সৃষ্টি হয়েছে। এতে আমি আতঙ্কিত। আমি জরুরি ভিত্তিতে এ থেকে মুক্তি চাচ্ছি। কারণ আমার বিয়ে আসন্ন।
- জায়ীন। মীরপুর। ঢাকা।
উত্তর : আপনার মাথার রোগটির নাম ‘এলোপেসিয়া এরিয়াটা’ এটি দেহে অটো-ইমিউন সমস্যার জন্য হয়েছে। কসমেটিক চিকিৎসার মাধ্যমে রোগটির নিরাময় সম্ভব। তাই একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স-৩২। আমার নখগুলো দিন দিন ভঙ্গুর হয়ে যাচ্ছে। নখের স্বাভাবিক রংও নষ্ট হয়ে গিয়েছে। এতে কাজ করা আমার জন্য কষ্টকর হচ্ছে। আমি অতি দ্রুত আমার নখগুলো সুস্থ করার ইচ্ছা প্রকাশ করছি।
-মিসেস আলপনা। রাজার বাগ। ঢাকা।
উত্তর : আপনার নখগুলো রোগাক্রান্ত হয়ে গিয়েছে। অনেক কারণে এটি হতে পারে। যা একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে নিরাময় সম্ভব।

ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও এলার্জী বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট (এক্স)
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ঢাকা।
ফোন : ০১৬৮৮৮৪৯৪৬০।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রশ্ন


আরও
আরও পড়ুন