Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিসিএসে ৩৮ জনকে সিনিয়রিটিসহ নিয়োগের নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

৩৬তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের গেজেটে বাদ পড়া ৩৮ জনকে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নিজেনারেল ওয়ায়েস আল হারুনী।

আদেশের বিষয়ে সালাহ উদ্দিন দোলন জানান, বিভিন্ন ক্যাডারে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অন্যদের সঙ্গে তাদের বিষয়ে সুপারিশ করে। কিন্তু তারা নিয়োগ বঞ্চিত হন। পরে মো. জাহাঙ্গীর আলমসহ বাদ পড়া ৩৮ জন সুপারিশের তারিখ হতে নিয়োগ চেয়ে ২০১৯ সালে রিট করেন। আদালত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি রুল জারি করেন। গতকাল এ রুল চ‚ড়ান্ত করে উপরোক্ত আদেশ দেন। এ রায়ে আদালত ওই ৩৮ জনকে ২০১৮ সালের ৩১ জুলাই প্রকাশিত গেজেটের তারিখ থেকে সিনিয়রিটিসহ নিয়োগ দিতে নির্দেশ দেন বলেও জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিয়োগ


আরও
আরও পড়ুন