নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
মাঠ সঙ্কটের কারণে চট্টগ্রাম থেকে উঠে আসছে না খেলোয়াড়। অথচ চট্টগ্রাম ছিল একসময় ক্রিকেটের উর্বর ভূমি। গত মঙ্গলবার রাতে নগরীর একটি কনভেনশন সেন্টার ‘নাইন্টিস উইলোস’ ক্লাবের লোগো এবং জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান একথা বলেন। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মকে মাঠ দিতে না পারলে মানসম্মত খেলোয়াড় উঠে আসবে না। অথচ ক্রীড়ামোদীরা এখন সবাইকে তামিম-সাকিব হিসেবে দেখতে চায়। কিন্তু কেউ তাদের খেলার সুযোগ তৈরি করে দিতে পারছে না।’ পাকিস্তান সফর নিয়ে আকরাম খান বলেন, ‘সাকিব-মুশফিক দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তারা দুজন প্রায় চার জনের খেলা খেলতে পারে। তাছাড়া আসছে টেস্ট সিরিজে পাকিস্তানের ঘাসের উইকেটে দল হিসেবে যদি খেলতে পারলে অবশ্যই ভালো ফলাফল আসবে।’
৯০ দশকে জাতীয় এবং চট্টগ্রামের প্রতিনিধিত্ব করা সাবেক ক্রিকেটারদের নিয়ে ‘নাইন্টিস উইলোস’ নামে ক্লাবের যাত্রা শুরু করে। পরে ক্লাবটির লোগো এবং জার্সি উন্মোচন করেন আকরাম খানসহ দলের সদস্যরা। লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুপের পরিচালক আক্তার পারভেজ হিরো, জাতীয় দলের সাবেক ক্রিকেটার নুরুল আবেদীন নোবেল, শহিদুর রহমানসহ চট্টগ্রামের প্রতিনিধিত্বকারী সাবেক ক্রিকেটারগণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।