Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেনবাগ থানার ওসি ক্লোজড

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

বিভিন্ন অনিয়মের অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন।
পুলিশ সুপার জানান, ওসি মিজানুর রহমানকে প্রশাসনিক কারণে তার দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও ওসি মিজানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রশাসনিক তদন্ত চলছে। সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি ওসি মিজান সেনবাগ উপজেলা যুবলীগ নেতা মোজ্জামেল হোসেন রাসেলকে মোবাইলে থানায় ডেকে নিয়ে তার রুমের দরজা বন্ধ করে অকথ্য ভাষায় গালাগালি করে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করে। এসময় ওসি আওয়ামী লীগ, যুবলীগ নিয়েও গালমন্দ করে। ঘটনার প্রতিবাদে গত ২২জানুয়ারি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়, পরে একই ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: থানা

৩ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ