মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অন্তত ১ হাজার ৫২২ সিরীয়’র মরদেহ কবর দিতে তুরস্ক থেকে সিরিয়ায় নেওয়া হয়েছে। বাব আল-হাওয়া সীমান্ত পার হওয়ার সময় এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।
এ ছাড়া ভূমিকম্প থেকে বেঁচে যাওয়া সিরীয় নাগরিকরাও তুরস্ক থেকে নিজ দেশে ফিরছেন। গত বুধবার ১ হাজার ৭৯৫ জন্য সিরীয় সীমান্ত পার হয়ে তুরস্ক থেকে নিজ দেশে প্রবেশে করেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদামাধ্যম আলজাজিরা এ খবর দিয়েছে।
এর আগে সিরীয় শরণার্থীদের সাময়িক সময়ের জন্য দেশটিতে ফেরার অনুমতি দেয় তুরস্ক। অনুমতির পর প্রথমবার বুধবার ওই শরণার্থীরা সিরিয়ায় ফেরে। তবে সিরিয়ায় ফিরলেও তারা তুরস্কের দেওয়া সাময়িক সুরক্ষা মর্যাদা হারাবে না।
এ ছাড়া সাময়িক সুরক্ষা কার্ডধারী সিরীয়দের নিজ দেশে যেতে তুরস্ক কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ভ্রমণ অনুমতিপত্র নিতে হচ্ছে না। সাধারণত ওই কার্ডধারী এবং রাজনৈতিক আশ্রয়প্রার্থী কোনো সিরীয় বিনা অনুমতিতে সীমান্ত পার হলে তার ওই কার্ডের বৈধতা থাকে না এবং পাঁচ বছরের মধ্যে তুরস্কে ঢুকতে পারে না।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূকম্পনপীড়িত তুরস্কের ১০টি অঞ্চলে ৩ মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। এই ভূমিকম্পে দেশ দুটিতে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।